Gojol bangla | বাংলা গজল | ফেইসবুক গজল Facebook Gojol Lyrics
Gojol|New gojol| bangla gojol download |gojol liric|read gojol |gojol download | best gojol free download| Gojol download|koster gojol|esker gojol |sisu gojol | chotoder gojol|Gojol liric bangla|colorob gojol|viral gojol|islamic song bangla| bangla islamic song|islamic gojol|kolorob best gojol|গজল|নতুন গজল|বাংলা নতুন গজল|ইসলামিক সঙ্গীত |গজল ডাউনলোড |বাংলা গজল ডাউনলোড |গজল লিরিক |গজল লিরিক ডাউনলোড |ইসলামিক গজল
Gojol bangla | বাংলা গজল | Tumi Kemon Musolman Lyrics তুমি কেমন মুসলমান গজল লিরিক্সফেইসবুক গজল Facebook Gojol Lyrics
ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে
দেখতে গেলে শেষ হবে না অল্প দেখ ভাই,
পোলা মাইয়া জুয়ান বুড়া একি রোগে খাইছে ধড়া,
আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ।২
যে যাই কিছু বলোক না কেন গায়ে লাগে না ।
আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না ।
আমগো দেশে… আমগো দেশে…
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না ।৪
আদব আখলাক কারে বলে কিছুই জানে না ।
বড়দের সম্মান করা মানতে পারে না ।
একজনে একাধিক আইডি চালায় ভাই ।
ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই ।
জোয়ান মরদ পোলায় সাজে ফেইসবুকেতে মাইয়া ।
মাইয়ারা সব পোলা হইছে ফেইসবুক পাইয়া ।
কি আজব জামানাতে আমরা পড়লাম ভাই ।
কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই ।
এ সুবিধা ফেইসবুক দিছে আর কেউ দেবে না ।
আমগো দেশে… আমগো দেশে…
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না ।৪
যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে ।
অন্যের ভাল দেইখা শুধু হিংসায় জ্বইলা মরে ।
পড়া লেখা কর্মকান্ড সব কিছু বাদ দিয়া
পিচ্ছি পোলায় চালায় ফেইসবুক গভীর মন দিয়া ।
দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া-বিবাদ হয়
সরাসরি না কইয়া সব ফেইসবুকেতে কয় ।
ফেইসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে ।
বকলম সব বলদ গোলা বিচাড়পতি হইছে ।
যখন তখন মনগড়া রায় করে ঘোষনা ।
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না ।৪
লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি ।
যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রেটি
কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া ।
মাছের ছবি দিয়া কইবো আমিন লিখেন মিয়া ।
জোকার মিয়াও ফলোয়ার সুযোগ কইরা দিছে ।
ফ্রেন্ডলিস্টে না ঝুইলা থাইখা চুপচাপ থাকবা বসে ।
কালা মাইয়া দলা সাইজা প্রোফাইলে দেয় ছবি
ছবি দেইখা পোলাপাইন সব হইতাছে আজ কবি ।
আসলেতো ফেক আইডি সব মাইয়ার আইডি না ।
পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না ।
এ সুবিধা ফেইসবুক দিছে আর কেউ দিবে না ।
আমগো দেশে…
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না ।৪
কালের কন্ঠ, যোগান্তর, ইনকিলাব, প্রথম আলো,
আগের মত পত্রিকা সব চলেনা আর ভাল ।
ফেইসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে ।
হুদায় কেন টাকা দিয়া পেপার কিনবো মিছে ।
খবর এখন তৈরি হয়না আমরাই তৈরি করি ।
মনের মত কইরা তারপর খবর তৈরি করি ।
সত্য কিবা মিথ্যা হোক তা আমার দেখার না ।
আমি একজন সংবাদিক এটাই সান্তনা ।
যদিও আমার লিখায় থাকে হাজার ভুল ।
তবুও আমি চলছি চলবো নড়বো না এক চুল ।
ফেইসবুক সেলিব্রেটি আমি কাউরে ডরাই না ।
আমগো দেশে….
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না ।৪
Facebook Gojol Lyrics
-----------------------------------------------------------