চাষী - রাজিয়া খাতুন চৌধুরাণী bangla kobita Lyric | Bangla kobita Read & Download now | Free




চাষী

রাজিয়া খাতুন চৌধুরাণী

সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,
দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা।
দধীচি কি তাহার চেয়ে সাধক ছিল বড়?
পুণ্য অত হবে নাক সব করিলে জড়।
মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ,
সবারই সে অন্ন জোগায় নাইক গর্ব লেশ।
ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চায় নিজে,
রৌদ্র দাহে শুকায় তনু, মেঘের জলে ভিজে।
আমার দেশের মাটির ছেলে, নমি বারংবার
তোমায় দেখে চূর্ণ হউক সবার অহংকার।


চাষী - রাজিয়া খাতুন চৌধুরাণী bangla kobita Lyric  | Bangla kobita Read & Download now | Free


 
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা - চাষী - রাজিয়া খাতুন চৌধুরাণী