জীবনের হিসাব Account of life poem | Bangla kobita Lyrics /Islamic Songs Read & Download now | Free


জীবনের হিসাব Account of life poem
Bangla Kobita Lyrics
জীবনের হিসাব

– সুকুমার রায়

Bangla Kobita Lyrics 

বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে
মাঝিরে কন, “বলতে পারিস সূর্য কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?”
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে,
বাবু বলেন, “সারা জীবন মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!”

খানিক বাদে কহেন বাবু, “বলত দেখি ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে?
বলত কেন লবন পোরা সাগর ভরা পানি?”
মাঝি সে কয়, “আরে মশাই অত কি আর জানি?”
বাবু বলেন, “এই বয়সে জানিসনেও তা কি?
জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি!”

আবার ভেবে কহেন বাবু, “বলত ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চূড়ো?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহন লাগে কেন?”
বৃদ্ধ বলেন, “আমায় কেন লজ্জা দিছেন হেন?”
বাবু বলেন, “বলব কি আর বলব তোরে কি, তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”

খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে।
মাঝিরে কন, “একি আপদ ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার? মরব নাকি আজি?”
মাঝি শুধায়, “সাতার জানো?” মাথা নারেন বাবু,
মূর্খ মাঝি বলে, “মশাই এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই মিছে।”

 
 
 Gojol  liric download
 

| Bangla Gojol/Islamic Songs Read & Download now | Free


----------------------------------------------------------   
Our other web site
GSM free tools/flash file - Visit now
------------------
About This- kobita,bangla kobita,new kobita,popular kobita,most popular bangla kobita,gojol bangla,islamic songs bangla,sotoder kobita,Shora,sora,Bangla Kobita,bangla romantic kobita,Bengali Poems,Bangla Sorborno chora,kobita1000.blogspot.com,Muslim media 24,Kazi Nazrul Islam Kobita,Rabindranath Tagore Kobita,ছোটদের কবিতা,কবি ও কবিতা,হারানো দিনের কবিতা,ছোটদের মজার ছড়া ও কবিতা,ছোটদের মজার ছড়া,ছোটদের ছড়া,কবিতা,বাংলা কবিতা ও কবিদের আসর বাংলা কবিতা,প্রেমের কবিতা, দেশের কবিতা, বাংলা গল্প,পুরানো দিনের বাংলা ছড়া,পুরানো দিনের কবিতা ও গান,ছোটদের কবিতা,শিশুদের কবিতা,শিশুদের ইসলামিক কবিতা,শিশুদের ইসলামিক ছড়া,ইসলামিক ছড়া ও কবিতা,মুসলিম উম্মাহর জন্য লিখা কবিতা
 
 
Next Post