মাঝি – রবীন্দ্রনাথ ঠাকুর-ছোটদের জনপ্রিয় বাংলা ছড়া ও কবিতা সমূহ Majhi kobita Lyrics | Bangla kobita Read & Download now | Free
মাঝি
রবীন্দ্রনাথ ঠাকুর
মাঝি – রবীন্দ্রনাথ ঠাকুর Majhi kobita Lyrics | Bangla kobita Read & Download now | Free
মাঝি
– রবীন্দ্রনাথ ঠাকুর
আমার যেতে ইচ্ছে করে
নদীটির ওই পারে --
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকো
বাঁধা সারে সারে।
কৃষাণেরা পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে;
জাল টেনে নেয় জেলে,
গোরু মহিষ সাঁৎরে নিয়ে
যায় রাখালের ছেলে।
সন্ধে হলে যেখান থেকে
সবাই ফেরে ঘরে
শুধু রাতদুপরে
শেয়ালগুলো ডেকে ওঠে
ঝাউডাঙাটার 'পরে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
শুনেছি ওর ভিতর দিকে
আছে জলার মতো।
বর্ষা হলে গত
ঝাঁকে ঝাঁকে আসে সেথায়
চখাচখী যত।
তারি ধারে ঘন হয়ে
জন্মেছে সব শর;
মানিক-জোড়ের ঘর,
কাদাখোঁচা পায়ের চিহ্ন
আঁকে পাঁকের 'পর।
সন্ধ্যা হলে কত দিন মা,
দাঁড়িয়ে ছাদের কোণে
দেখেছি একমনে --
চাঁদের আলো লুটিয়ে পড়ে
সাদা কাশের বনে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
এ-পার ও-পার দুই পারেতেই
যাব নৌকো বেয়ে।
যত ছেলেমেয়ে
স্নানের ঘাটে থেকে আমায়
দেখবে চেয়ে চেয়ে।
সূর্য যখন উঠবে মাথায়
অনেক বেলা হলে --
আসব তখন চলে
"বড়ো খিদে পেয়েছে গো --
খেতে দাও মা' বলে।
আবার আমি আসব ফিরে
আঁধার হলে সাঁঝে
তোমার ঘরের মাঝে।
বাবার মতো যাব না মা,
বিদেশে কোন্ কাজে।
মা, যদি হও রাজি,
বড়ো হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।
মাঝি – রবীন্দ্রনাথ ঠাকুর-ছোটদের জনপ্রিয় বাংলা ছড়া ও কবিতা সমূহ Majhi kobita Lyrics | Bangla kobita Read & Download now | Free
মাঝি - রবীন্দ্রনাথ ঠাকুর
Bangla kobita|new kobita|nojrul kobita|Kazi nojrul kobita|kobita apps|1000kobita|kobita ghor|polli kobi| কবিতা|নতুন কবিতা|কবিতা লিরিক |কবিতা ডাউনলোড |কবিতার আসর|কবিতার ঘর|কবি ও কবিতা|কবিতার ভান্ডার |কবির লেখা কবিতা|নতুন কবি|কবিতার প্রতিযোগিতা |কবিতা আবৃত্তি |কবিগান|বাংলা কবিতা|ছোটদের কবিতা|বড়দের কবিতা |বাংলা নতুন কবিতা|কবিতা পড়া|কবিতা এপস|পল্লী কবি জসীমউদ্দিন |রবীন্দ্রনাথের কবিতা|
#bangla_kobita
#bangla_kobita_lyrics
#bangla_kobita_rabindranath
#bangla_kobita_caption
#bangla_sera_kobita
#bangla_kobita_pdf
#bangla_kobita_sms
#kobita
#জীবনমুখী_কবিতা
#বিখ্যাত_কবিতা
#আনকমন_কবিতা
#জীবনবোধের_কবিতা
#প্রেমের_কবিতা
#বিরহের_কবিতা
#দুর্দিনের_কবিতা
#একাকী_নির্জনে_কবিতা
#কবিতা_বাংলা
#জনপ্রিয়_বাংলা_কবিতা
#বাংলা_কবিতা
#dui_bigha-jomi
Our other web site
GSM free tools/flash file - Visit now