বীরপুরুষ - রবীন্দ্রনাথ ঠাকুর-ছোটদের জনপ্রিয় বাংলা ছড়া ও কবিতা সমূহ Bir purus kobita | Bangla kobita Lyric Read & Download now | Free Lyric

বীরপুরুষ
রবীন্দ্রনাথ ঠাকুর

বীরপুরুষ - রবীন্দ্রনাথ ঠাকুর/Bir purus kobita | Bangla kobita Read & Download now | Free Lyric

বীরপুরুষ
রবীন্দ্রনাথ ঠাকুর

 
মনে করো যেন বিদেশ ঘুরে
     মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে ।
তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে,
আমি যাচ্ছি রাঙা ঘোড়ার ’পরে
     টগবগিয়ে তোমার পাশে পাশে ।
রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে
     রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে ।


     সন্ধে হল,সূর্য নামে পাটে
     এলেম যেন জোড়াদিঘির মাঠে ।
ধূ ধূ করে যে দিক পানে চাই
কোনোখানে জনমানব নাই,
তুমি যেন আপনমনে তাই
     ভয় পেয়েছ; ভাবছ, এলেম কোথা?
আমি বলছি, ‘ভয় পেয়ো না মা গো,
     ঐ দেখা যায় মরা নদীর সোঁতা ।’


চোরকাঁটাতে মাঠ রয়েছে ঢেকে,
    মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে ।
গোরু বাছুর নেইকো কোনোখানে,
সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে,
আমরা কোথায় যাচ্ছি কে তা জানে,
     অন্ধকারে দেখা যায় না ভালো ।
তুমি যেন বললে আমায় ডেকে,
      ‘দিঘির ধারে ঐ যে কিসের আলো!’


     এমন সময় 'হারে রে রে রে রে’
     ঐ যে কারা আসতেছে ডাক ছেড়ে ।
তুমি ভয়ে পালকিতে এক কোণে
ঠাকুর দেবতা স্মরণ করছ মনে,
বেয়ারাগুলো পাশের কাঁটাবনে
     পালকি ছেড়ে কাঁপছে থরোথরো।
আমি যেন তোমায় বলছি ডেকে,
     ‘আমি আছি, ভয় কেন মা কর।’

হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল
     কানে তাদের গোঁজা জবার ফুল ।
আমি বলি, ‘দাঁড়া, খবরদার!
এক পা আগে আসিস যদি আর -
এই চেয়ে দেখ আমার তলোয়ার,
     টুকরো করে দেব তোদের সেরে ।’
শুনে তারা লম্ফ দিয়ে উঠে
     চেঁচিয়ে উঠল, ‘হারে রে রে রে রে।’


     তুমি বললে, ‘যাস না খোকা ওরে’
     আমি বলি, ‘দেখো না চুপ করে।’
ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে,
ঢাল তলোয়ার ঝন্‌ঝনিয়ে বাজে
কী ভয়ানক লড়াই হল মা যে,
     শুনে তোমার গায়ে দেবে কাঁটা।
কত লোক যে পালিয়ে গেল ভয়ে,
     কত লোকের মাথা পড়ল কাটা।


এত লোকের সঙ্গে লড়াই করে
     ভাবছ খোকা গেলই বুঝি মরে।
আমি তখন রক্ত মেখে ঘেমে
বলছি এসে, ‘লড়াই গেছে থেমে’,
তুমি শুনে পালকি থেকে নেমে
     চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে -
বলছ, ‘ভাগ্যে খোকা সঙ্গে ছিল!
     কী দুর্দশাই হত তা না হলে।’


     রোজ কত কী ঘটে যাহা তাহা -
     এমন কেন সত্যি হয় না আহা।
ঠিক যেন এক গল্প হত তবে,
শুনত যারা অবাক হত সবে,
দাদা বলত, ‘কেমন করে হবে,
     খোকার গায়ে এত কি জোর আছে।’
পাড়ার লোকে বলত সবাই শুনে,
      ‘ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।’
--------------------------------------

বীরপুরুষ - রবীন্দ্রনাথ ঠাকুর-Bir purus kobita | Bangla kobita Lyric Read & Download now | Free Lyric

বীরপুরুষ   রবীন্দ্রনাথ ঠাকুর বীরপুরুষ - রবীন্দ্রনাথ ঠাকুর/Bir purus kobita | Bangla kobita Lyric Read & Download now | Free Lyric
 
বীরপুরুষ- রবীন্দ্রনাথ ঠাকু

Bangla kobita|new kobita|nojrul kobita|Kazi nojrul kobita|kobita apps|1000kobita|kobita ghor|polli kobi| কবিতা|নতুন কবিতা|কবিতা লিরিক |কবিতা ডাউনলোড |কবিতার আসর|কবিতার ঘর|কবি ও কবিতা|কবিতার ভান্ডার |কবির লেখা কবিতা|নতুন কবি|কবিতার প্রতিযোগিতা |কবিতা আবৃত্তি |কবিগান|বাংলা কবিতা|ছোটদের কবিতা|বড়দের কবিতা |বাংলা নতুন কবিতা|কবিতা পড়া|কবিতা এপস|পল্লী কবি জসীমউদ্দিন |রবীন্দ্রনাথের কবিতা| We publish lot of Bangla kobita lyric | gojol lyric | sotoder koita | sotoder shora |

#bangla_kobita

#bangla_kobita_lyrics

#bangla_kobita_rabindranath

#bangla_kobita_caption

#bangla_sera_kobita

#bangla_kobita_pdf

#bangla_kobita_sms

#kobita

#জীবনমুখী_কবিতা

#বিখ্যাত_কবিতা

#আনকমন_কবিতা

#জীবনবোধের_কবিতা

#প্রেমের_কবিতা

#বিরহের_কবিতা

#দুর্দিনের_কবিতা

#একাকী_নির্জনে_কবিতা

#কবিতা_বাংলা

#জনপ্রিয়_বাংলা_কবিতা

#বাংলা_কবিতা

#dui_bigha-jomi

ছোটদের কবিতা সমূহ | বাচ্চাদের কবিতা | Bacchader Kobita | ছোটদের জনপ্রিয় বাংলা ছড়া সমগ্র |  ছড়া গান |chotoder kobita | chotoder bangla chora gaan | ছোটদের কবিতা | bangla chora kobita | বাংলা কবিতা ও ছড়া ,ছোটদের ছড়া কবিতা গল্প  | ছোটদের বাংলা ছড়া | Chotoder Chora | ছোটদের ছড়া | কবিতা | Chotoder Kobitaছোটদের কবিতা সমূহ | বাচ্চাদের কবিতা | Bacchader Kobita | ছোটদের জনপ্রিয় বাংলা ছড়া সমগ্র |  ছড়া গান |chotoder kobita | chotoder bangla chora gaan | ছোটদের কবিতা | bangla chora kobita | বাংলা কবিতা ও ছড়া ,ছোটদের ছড়া কবিতা গল্প  | ছোটদের বাংলা ছড়া | Chotoder Chora | ছোটদের ছড়া | কবিতা | Chotoder Kobita